ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
গাজীপু‌রে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় এক‌টি সিরামিক কারখানার ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে এনামুল হক (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ ন‌ভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘ‌টে। এনামুল কুড়িগ্রাম সদর উপজেলার দক্ষিণ ডাকুয়াপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

 

নিহত এনামুলের ভগ্নিপতি কাওসার জানান, কারখানার ভেতরে একটি ভবনের এক সহযোগী ঠিকাদা‌রের অধীনে কাজ করছিল এনামুল। এক পর্যা‌য়ে ভবনের একটি ভিম ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তি‌নি। প‌রে তাকে দ্রুত উদ্ধার ক‌রে স্থানীয় এক‌টি হাসপাতালে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।  

মাওনা চৌরাস্তায় এলাকায় আলহেরা হাসপাতালের চিকিৎসক মো. ফারুক বাংলানিউজকে জানান, মৃত অবস্থায় এনামুলকে হাসপাতা‌লে আনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ন‌ভেম্বর ০৫, ২০১৮ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।