ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ বাবর আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ। 

সোমবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে শার্শার কন্যাদাহ গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। বাবর আলী শার্শা উপজেলার  কন্যাদাহ গ্রামের দুখু’র ছেলে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদ আসে শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামে কয়েকজন একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বাবর নামে এক যুবককে আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শুটারগান পাওয়া যায়।  

তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এজেডএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।