ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
বরিশালে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু মৃত স্কুলছাত্রীর নিথর দেহ, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের কাউনিয়া থানাধীন কাগাশুরা এলাকায় সাবিহা আক্তার অথৈ (৮) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মৃত সাবিহা কাগাশুরা এলাকার কাজীবাড়ির বাসিন্দা কাজী গোলাম মোস্তফার মেয়ে ও সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ডা. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুটির গলায় লাল দাগ দেখতে পাওয়া গেছে এবং মুখে ফ্যানায় ভর্তি ছিলো। তবে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। সুরতহাল ও ময়না তদন্তের জন্য মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

মৃত শিশুটির খালা ইসরাত জাহান বাংলানিউজকে জানান, অথৈর বাবা কাজী গোলাম মোস্তফা বরিশাল সিটি করপোরেশনের পানিবিভাগে চাকরি করেন। শিক্ষকের কথামতো তার মেয়েকে ছবিসহ সকালে স্কুলের গেটে নামিয়ে দিয়ে যান। দীর্ঘ সময় পরেও মেয়ে বাড়িতে না ফেরায় মা শিউলি আক্তার রুমা খোঁজ করতে নামেন। যে পথ দিয়ে স্কুলে যাওয়া-আসা করে অথৈ সেই পথ দিয়ে খুঁজতে গিয়ে বাড়ির পাশের একটি লেবু গাছের বাগান থেকে অথৈকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় অথৈকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্কুলছাত্রীর বাবা কাজী গোলাম মোস্তফা জানান, সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে বন্ধ রয়েছে। তারপরও মনির নামে বিদ্যালয়ের এক শিক্ষক সোমবার (৫ নভেম্বর) থেকে অথৈকে ছবি নিয়ে জরুরি ভিত্তিতে বিদ্যালয়ে যেতে বলছিলেন। ধারাবাহিকতায় সকালে অফিসে যাওয়ার সময় তিনি (বাবা) অথৈকে ছবিসহ স্কুলের গেটে নামিয়ে দিয়ে যান।

তিনি আরো বলেন, ঘণ্টাখানেক পরে অথৈর মাকে ফোন দিয়ে জানতে পারি মেয়ে বাড়িতে ফেরেনি। এরপর তাকে খোঁজ নিতে বললে সে বাড়ির পাশের একটি লেবুর বাগান থেকে অথৈকে অচেতন অবস্থান উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মৃত শিশুর চাচা কাজী মন্টু জানান, স্থানীয়দের কাছ থেকে অথৈকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখার খবর পান তারা। তবে কেন কি কারণে বা কারা হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছুই জানাতে পারেনি।

এ বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে পাশাপাশি হাসপাতালেও এসেছেন। তবে অথৈর মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়ে এসআই তানজিল আহমেদ বলেন, ঘটনার তদন্ত চলছে ও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ন‌ভেম্বর ৬, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।