ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সান লাইফ ইন্স্যুরেন্সের ৩ কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
বগুড়ায় সান লাইফ ইন্স্যুরেন্সের ৩ কর্মকর্তা আটক

বগুড়া: বগুড়ায় সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে পাঁচ হাজার সদস্যের জমানো প্রায় ছয় কোটি টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।

নিজেদের জমানো টাকা ফেরত পেতে বিক্ষুব্ধ গ্রাহকরা ওই কোম্পানির বিভাগীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় কোম্পানির তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে শহরের সাত-মাথার টেম্পল-রোডে প্রতিষ্ঠানটির বিভাগীয় অফিসে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার আশরাফুদ্দৌলা, বিভাগীয় ম্যানেজার শাহিদুল ইসলাম ও জোনাল ম্যানেজার আজমল হোসেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান,  গ্রাহকদের জমানো টাকা ফেরত দিতে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানির বিভাগীয় ম্যানেজার শাহিদুল ইসলাম শান্ত বলেন, আমাদের বিভাগীয় কার্যালয়ের অধীনে ১৫ অফিস রয়েছে। এসব অফিসের আওতায় ১৫ হাজারের মতো সদস্য রয়েছেন। তারা কোম্পানির কাছে প্রায় ৬ কোটি পায়। পলিসির মেয়াদ পূর্ণ হলে নিয়মানুযায়ী সব সদস্যরা টাকা পেয়ে যাবেন। কিন্তু প্রধান কার্যালয় চেক না দেওয়ার কারণে জটিলতার সৃষ্টি হয়েছে। এর কারণে গত তিনবছর ধরে সদস্যদের টাকা দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
এমবিএইচ/এপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।