ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে অভিযান চালিয়ে আটক ৩৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
মানিকগঞ্জে অভিযান চালিয়ে আটক ৩৪ প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির ৩৪ জন নেতাকর্মীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।  এছাড়া ঢাকায় শাহবাগ থানা পুলিশ আটক করেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাকে।

সিংগাইর থানা অফিসার  ইনচার্জ (ওসি) খোন্দকার ইমান হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল মোড়ে নাশকতার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা জড়ো হোন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩৪ জন নেতাকর্মীকে আটক করে।

এদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। সন্ধ্যায় আটকদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে জেলা গোয়েন্দা অফিসার (ডিআইও) আশরাফুল  আলম জানান, নাশকতার আশঙ্কায় সিংগাইরে ৩৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া শাহবাগ থানা পুলিশ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।