ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পাকুন্দিয়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মঠখোলা বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা।


 
বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, অভিযানে ক্ষতিকর রঙ মিশিয়ে বেকারি পণ্য তৈরি করায় প্রিয়া বেকারিকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফারজানা ফার্মেসিকে আট হাজার ও মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির করায় জয় মা স্টোরকে দুই হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য স্পটে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
  
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।