ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে যুবককে বিষ খাইয়ে মারার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
ঝালকাঠিতে যুবককে বিষ খাইয়ে মারার অভিযোগ

ঝালকাঠি: ঝালকাঠিতে খাবারে বিষ মিশিয়ে শিপন বিশ্বাস নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (০৭ নভেম্বর) সকালে শিপন অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

শিপন বিশ্বাস ঝালকাঠি সদরের কলাবাগান এলাকার সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে।

তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন।

শিপনের স্ত্রী মুন্নি বেগম সাংবাদিকদের বলেন, সকালে ঘুম থেকে ওঠে শিপন ঘর থেকে বের হন এবং কিছুক্ষণ পর ফিরে এসে অসুস্থতাবোধের কথা জানান।  

পরে শিপন তার স্ত্রীকে জানান, বাদশা নামে এক ব্যক্তি তাকে কি যেন খাইয়েছে, এরপর থেকে অসুস্থতাবোধ করছেন। বাদশার সঙ্গে তার পূর্ববিরোধ ছিল।

এদিকে শিপনের মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশনস) আবুল কালাম আজাদ।

বাংলা‌দেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ন‌ভেম্বর ০৭, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।