ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাঠালিয়ায় ভেলাবাইচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
কাঠালিয়ায় ভেলাবাইচ ভেলাবাইচ, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: কালীপূজা উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ভেলাবাইচ।

বুধবার (০৭ নভেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ডাইনের খালে এ প্রতিযোগিতার আয়োজন করে আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দির।

এ ভেলাবাইচ অনুষ্ঠান ঘিরে আগে থেকেই খালের দু’পাড় ও আশপাশের বিভিন্ন স্থানে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা।

স্থানীয়দের পাশাপাশি দূর থেকে আসা শিশু-কিশোরদের উপস্থিতিতে ভেলাবাইচ আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। এছাড়া এই বাইচ উপলক্ষে খালের পাশে বসে গ্রাম্যমেলাও।

আয়োজক কমিটি বলছে, প্রতিবছর কালীপূজা উপলক্ষে ভিন্নমাত্রার আনন্দ দিতে  ভেলার ব্যতিক্রমী এই বাইচের আয়োজন করা হয়ে থাকে। এতে অংশ নেন আশপাশের গ্রামের প্রতিযোগীরা। বাইচে ১০টি দল ১০টি ভেলা নিয়ে অংশ নেয়।  

এ বাইচের চূড়ান্ত পর্বে প্রশান্ত কুমার দলের ভেলা প্রথম ও চৌধুরীহিস্যা সমীরণ দলের ভেলা দ্বিতীয় হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।