ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় মা-মেয়েসহ আটক ৩, মাদক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
মাগুরায় মা-মেয়েসহ আটক ৩, মাদক উদ্ধার

মাগুরা: মাগুরা শহরে অভিযান চলিয়ে মাদক বিক্রেতা মা ও মেয়েসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা, গাঁজা এবং মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

বুধবার (৭ নভেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়।  

আটক দু’জন হলেন-শহরের কলেজ পাড়ার মোকলেছুর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৮) ও তার মেয়ে ফারিয়া তাবাস্সুম মুক্তি (১৮) এবং মোসাদ্দেক।

 

সদর থানার পরিদর্শক অপারেশন সাইদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শহরের নতুন বাজার থেকে মোসাদ্দেক নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এসময় ওই যুবক জানান যে মনিরা ও তার মেয়ের কাছ থেকে তিনি ইয়াবা কিনেছেন। পরে তার মাধ্যমে আরো ইয়াবা কেনার ফাঁদ পেতে মনিরাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছে থাকা পুতুলের ভেতর থেকে এবং ঘরের বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়ায় তাদের আটক করা হয়।  

তিনি আরো জানান, আটক মা-মেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। মা-মেয়েসহ আটক তিনজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।