ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বীরপ্রতীক তারামন বিবি অসুস্থ হয়ে ময়মনসিংহ সিএমএইচে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
বীরপ্রতীক তারামন বিবি অসুস্থ হয়ে ময়মনসিংহ সিএমএইচে তারামন বিবি/ফাইল ফটো

কুড়িগ্রাম: একাত্তরের রণাঙ্গনের বীরকন্যা বীরপ্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ হয়ে ময়মনসিংহ সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি হয়েছেন। 

দীর্ঘদিনের শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে তাকে কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ সিএমএইচে নেওয়া হয়।

অসুস্থ তারামন বিবিকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, হঠাৎ ওনার (তারামন বিবি) শ্বাসকষ্টের সঙ্গে কাশিটা অনেক বেড়ে গেছে।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অক্সিজেন ও নেবুলাইজেশনের সহযোগিতা নিয়ে শ্বাস নিচ্ছেন। অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরাও করতে পারছেন না তিনি।

তারামন বিবির ছেলে আবু তাহের বাংলানিউজকে বলেন, রাজীবপুর হাসপাতালের চিকিৎসক দেলোয়ার স্যার নিয়মিত বাড়িতে এসে চিকিৎসা দিচ্ছেন। বুধবার (৭ নভেম্বর) দিনগত রাতে মায়ের শরীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই মোতাবেক ময়মনসিংহে নেওয়া হচ্ছে।

তারামন বিবি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পবিবারের সঙ্গে বসবাস করেন। মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানিদের খবরাখবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীনে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এফইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।