ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাধবদীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
মাধবদীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ইব্রাহীম মিয়া (৩২) নামে এক টেক্সটাইল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত ইব্রাহীম মিয়া মাধবদীর কান্দাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

 

মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ইব্রাহীম স্থানীয় একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। ১১ বছর আগে শ্যামতলী এলাকার রমিজ উদ্দিনের মেয়ে শামসুন্নাহারের (২৫) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী ও সন্তান নিয়ে তারা আলাদাভাবে থাকতেন। কয়েকদিন আগে তার স্ত্রী শামসুন্নাহার বাবার বাড়িতে বেড়াতে যান। তাকে আনতে গেলে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ইব্রাহীম তার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসেন। সকালে শামসুন্নাহার বাড়িতে এসে দরজা খুলে তার স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ইব্রাহীমের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, ইব্রাহীমের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় নিহতের বাবা বাদী হয়ে মাধবদী থানায় অপমৃত্যু মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।