ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
লংগদুতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত

রাঙামাটি: রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের বার্স্ট ফায়ারে জেএসএস সংস্কারের (এমএন লারমা গ্রুপ) কালেক্টর বাইজ্যাবালা চাকমা ওরফে রাজা চাকমা (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে উপজেলার লংগদু ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বাইজ্যাবালা লংগদু ইউনিয়নের বড়াদম এলাকার বীরেন্দ্রনাথ চাকমার ছেলে।

তিনি ওই উপজেলার এমএন লারমা গ্রুপের কালেক্টর হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, রাতে বাইজ্যাবালা সংগঠনের কাজ শেষ করে একই ইউনিয়নের বান্দুরতলা গ্রামে শান্তিময় চাকমার বাড়িতে ছিলেন। এসময় প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে বাইজ্যাবালাকে বার্স্ট ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার জন্য স্থানীয় জেএসএস সংস্কার ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে। তবে স্থানীয় ইউপিডিএফ এ ঘটনার কথা অস্বীকার করেছে।

লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (পিপিএম) বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।