ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে আগুনে ৭টি দোকান পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
মধুপুরে আগুনে ৭টি দোকান পুড়ে ছাই আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো। ‍ছবি: বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে একটি বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (০৯ নভেম্বর) ভোরে উপজেলার মির্জাবাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শাহজাহানের সারের দোকানে প্রথমে আগুন লাগে।

এরপর আগুন একে একে পাশের দোকান গুলোতে লেগে যায়। খবর পেয়ে মধুপুর ফয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলায়ার হোসেনের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় ধনবাড়ী ফায়ার স্টেশনের একদল কর্মীও সহায়তা করতে ঘটনাস্থলে উপস্থিত হয়।  

এদিকে, ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির কথা জানালেও ফায়ার সার্ভিস বলছে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৫০ লাখ মালামাল।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।