ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
শরীয়তপুরে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

শরীয়তপুর: শরীয়তপুরে ট্রাক চাপায় স্বামী মিঠুন মণ্ডল (৩৩) ও তার স্ত্রী নন্দিতা (২০) নিহত হয়েছেন। 

শুক্রবার (০৯ নভেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুর-মাদারীপুর সড়কের সদর উপজেলায় কাশিপুর হিন্দুপাড়া তালেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মিঠুন ইতালী প্রবাসী ও শরীয়তপুর সদর উপজেলার চর সোনামূখী গ্রামের বিশ্বনাথ মণ্ডেলের ছেলে।

নন্দিতা বরিশালের গৌরনদী উপজেলার চর রঞ্জনপুর গ্রামের ওয়াসিম মণ্ডলের মেয়ে।

মিঠুনের বাবা বিশ্বনাথ মণ্ডল বাংলানিউজকে বলেন, তিন দিন আগে আমার ছেলে মিঠুন ইতালী থেকে দেশে এসেছে। সকালে মাদারীপুরে ডাক্তারের কাছে যাবে বলে বউকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে রওয়ান হয়। এরপর কি ঘটে গেলো আমি কিছু বলতে পারবো না।  

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, সকালে মিঠুন ও তার স্ত্রী নন্দিতা হিন্দুপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।