ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এক হাজার ৫০ পিস ইয়াবাসহ বিমান যাত্রী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
এক হাজার ৫০ পিস ইয়াবাসহ বিমান যাত্রী আটক ইয়াবাসহ আটক বুবেল

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শুক্রবার (০৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রী হলেন নড়াইল লোহাগড়া উপজোলার মকিমপুর গ্রামের মো. রুবেল সরদার।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, বিকেল পৌনে ৫টার দিকে কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০৪৩৪ ফ্লাইটযোগে রুবেল শাহজালালে অবতরণ করেন। এরপর ওই যাত্রী অভ্যন্তরীণ টার্মিনাল থেকে মালামাল সংগ্রহ করে বের হওয়ার সময় আমরা তাকে চ্যালেঞ্জ করি।

তিনি বলেন, পুলিশের সিভিল টিমের কাছে আগে থেকেও গোপন তথ্য ছিলো। সেই তথ্যের ভিত্তিতে রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তার কাছে (অন্তর্বাসের নিচে) এক হাজার ৫০ পিস ইয়াবা রয়েছে।

আটক রুবেলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে বলেও জানান এসপি আলমগীর হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।