ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত আবুল কালামের সঙ্গে সাক্ষাতকালে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা।

শনিবার (১০ নভেম্বর) সকালে তার টেকনাফের নয়াপাড়া ও রোববার (১১ নভেম্বর) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান ক্রিস্টিন এস বার্গনা।

এরপর তিনি বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে সাক্ষাতকালে ক্রিস্টিন এস বার্গনা বলেন, আমি এক সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার পরিস্থিতিও ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে। যা খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, বৈঠকে দু’দেশের কর্মকাণ্ড এবং প্রত্যাবাসনের বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। দু’দিনে তিনি বর্তমান প্রত্যাবাসন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি দেখবেন।

কিছু কিছু বিষয়ে দ্বিমত থাকলেও প্রত্যাবাসনের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক বলে জানান আবুল কালাম।

নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রথম দফায় প্রত্যাবাসন শুরু করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখনো আমরা আশা করছি, প্রত্যাবাসন শুরু করার।

এর আগেও রোহিঙ্গা পরিস্থিতি ও প্রত্যাবাসন কার্যক্রম দেখতে পাঁচদিনের সফরে বাংলাদেশে আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।