ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গাঁজাসহ ৩ বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
বগুড়ায় গাঁজাসহ ৩ বিক্রেতা আটক গাঁজাসহ ৩ বিক্রেতা আটক। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১০ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এর আগে, শুক্রবার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি গ্রামীণ সিম, নগদ ৭৩০ টাকা জব্ধ করা হয়।
 
আটকরা হলেন- সদর উপজেলার দক্ষিণ গোদারপাড়ার মৃত রমজান আলীর ছেলে ফেরদৌস (৩৮), গোদারপাড়া খানকা শরীফ এলাকার হায়দার আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫) ও একই এলাকার হামেদ আলীর ছেলে আজিম (৩৮)।
 
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় পাঠানো করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।