ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
শাহজাদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রূপপুর পীরের পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

নিহত দুই শিশু হলো- পৌর এলাকার রূপপুর পুরান পাড়া গ্রামের মনো আকন্দের ছেলে মিথুন আকন্দ (০৬) ও দ্বারিয়াপুর গ্রামের হানিফের ছেলে ইমরান (০৮)।

শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে মিথুন ও ইমরান ওই পুকুরে গোসল করতে নামে। এরপর থেকে তারা নিখোঁজ ছিলো। এরপর সন্ধ্যায় পরিবারে লোকজন পুকুরের পানি থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।