ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পৌনে ২ কোটি টাকার ইয়াবা জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
সিলেটে পৌনে ২ কোটি টাকার ইয়াবা জব্দ জব্দ করা ইয়াবা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে পৌনে ২ কোটি টাকা মূল্যের (৬১ হাজার ৪শ’ পিস) একটি ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিজিবি-১৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ হোসেন।  

কর্নেল সাঈদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সিলেটের জকিগঞ্জ মানিকপুর সেনাপতির চক এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এসময় বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে ৬১ হাজার ৪শ’ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।