ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এলিফ্যান্ট রোডে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এলিফ্যান্ট রোডে ইয়াবাসহ আটক ২ আটক দুই ইয়াবাবিক্রেতা র‌্যাব হেফাজতে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকা থেকে এক হাজার ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে নিউ মার্কেট এলাকার ৩৭ নম্বর এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোহাম্মদ আলী (২৯) ও বিল্লাল হোসেন (২৪)।

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বাংলানিউজকে জানান, নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডে কয়েকজন মাদকবিক্রেতা ইয়াবা কেনা-বেচা করবে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।  

আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কমান্ডার আশেকুর।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।