ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় বন্যপ্রাণী পাচার চক্রের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
উত্তরায় বন্যপ্রাণী পাচার চক্রের ৪ সদস্য আটক র‌্যাবের হাতে আটক বন্যপ্রাণী পাচারচক্রের চার সদস্য/ছবি: বাংলানিউজ

রাজধানীতে বন্যপ্রাণী পাচারচক্রের চার সদস্যকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- জাহিদুল হাসান (৩২), খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১) ও মাসুদুর রহমান (২৯)।

রোববার (১৮ নভেম্বর) বিকেলে র‍্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) জসিম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা আশকোনা এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারচক্রের চার সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি বিরল প্রজাতির আমদানি নিষিদ্ধ টুকান পাখি ও একটি ইলেকটাস প্যারট জব্দ করা হয়।  

উদ্ধার করা পাখিগুলো বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তার মাধ্যমে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।