ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অভিযান চালিয়ে আটক ২৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
রাজধানীতে অভিযান চালিয়ে আটক ২৭

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি এবং পাইরেসির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ২৭ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩)।

রোববার (১৮ নভেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৯ নভেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, রাজধানীর গুলিস্তান, পল্টন ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ এ চক্রের ২৭ জনকে আটক করা হয়েছে।

বিকেল সাড়ে তিনটায় কারওয়ানবাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।