ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রতিপক্ষের হামলায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
বরিশালে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বরিশাল: বরিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুলাল সিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের ২৩ নম্বর ওয়ার্ডস্থ দরগাহ বাড়ি এলাকার সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। দুলাল সিকদার বাড়ির বাসিন্দা।

স্বজনরা জানান, সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে প্রতিপক্ষ লাবু হাওলাদার, বাবু ও আবদুল দুলালের ওপর আকস্মিক হামলা চালান। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তারা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।