ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এলজিইডির কর্মচারী নিহত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এলজিইডির কর্মচারী নিহত 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্বপ্রান্তে সড়ক দুর্ঘটনায় মো. তোজাম্মেল হক (৪৫) নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও দুই জন।

নিহতের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলা এলজিইডির কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

থাকতেন কুড়িগ্রাম পৌরসভার বক্সিপাড়া এলাকার শ্বশুরবাড়িতে।  

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীগামী একটি দূরপাল্লার বাস ধরলা সেতুর পূর্ব প্রান্তে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে তোজাম্মেল হক রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।  

এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক আউয়াল ও অপর যাত্রী আশরাফুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আউয়ালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এফইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।