ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সমবায় আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
সমবায় আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান সমবায় দিবসের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি- পিআইডি

ঢাকা: সমবায় আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার (২৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৭তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমবায় দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারে।

সমবায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমাদের উন্নয়ন প্রচেষ্টায় সমবায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমবায়ের সঙ্গে আরো বেশি সংখ্যক নারীর সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সব জমি চাষাবাদের আওতায় আনার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, আজকাল সবাই লেখাপড়া শেখে, চাকরি করে, দেশে-বিদেশে চলে যায়। জমি কিন্তু অনাবাদি পড়ে থাকে। আমাদের যেহেতু দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে হবে, তাই লক্ষ্য থাকবে এই জমি যেন অনাবাদি পড়ে না থাকে।

জাতির পিতার ভাষণ থেকে উদ্বৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের জমি এতো উর্বর যে বীজ ফেললেই গাছ হয়, গাছ হলে ফল হয়। সে দেশের মানুষ কেন ক্ষুধার জ্বালায় কষ্ট পাবে। কাজেই আমরা এক ইঞ্চি জমিও ফেলে রাখবো না।

প্রধানমন্ত্রী বলেন, সব জমিকে উৎপাদনের আওতায় আনতে গেলে আমরা সমবায়ের মাধ্যমেই তা আনতে পারি। সেক্ষেত্রে মালিক যেমন তার অংশ পাবে তেমনি বেশি অংশ পাবে যারা শ্রম দিচ্ছে তারা। আর একটি রক্ষণাবেক্ষণ এবং কৃষি উপকরণ সরবরাহকারী সমবায় পাবে।

তিনি বলেন, আমাদের নদী-নালা, খাল-বিল রয়েছে, তারপর বিশাল সমুদ্রসীমা আমরা অর্জন করেছি। আমাদের জমি উর্বর। এগুলো ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষকে তো খাবার দিতে পারবোই, বিশ্বের অনেক দেশকেও খাবার দিতে পারবো। সেজন্যই আমি সমবায়কে সবচেয়ে গুরুত্ব দেই।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সমবায় বিভাগ আয়োজিত সমবায় পদক বিতরণ অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে সমবায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দু’বছরে মোট ২০ প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করে। পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

দেশে বর্তমানে এক লাখ ৭৪ হাজার সমবায় সমিতি রয়েছে, যাদের সদস্য সংখ্যা প্রায় এক কোটি ৯ লাখ।

এসব সমিতির মোট মূলধনের পরিমাণ ১৩ হাজার ৫৮০ কোটি টাকা, আর সমবায়ের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থানের সংখ্যা প্রায় নয় লাখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক এবং নিবন্ধক মো. আব্দুল মজিদ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।