ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

আলীকদমে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
আলীকদমে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলা থেকে লাকাচিং তঞ্চঙ্গ্যা (২৮) নামে এক প্রতিবন্ধী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত অসতি ত্রিপুরা পাড়ার পাশে একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাকাচিং পার্শ্ববর্তী জলন্তমনি তঞ্চঙ্গ্যা পাড়ার মৃত কিত্তিমান তঞ্চঙ্গ্যার মেয়ে।

পুলিশ জানায়, উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত অসতি ত্রিপুরা পাড়ার পাশে জঙ্গলের একটি গাছে ওই তরুণীর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) কানন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।