ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা ও পাওয়ার ট্রিলারের (টাক্ট্রর) মুখোমুখি সংঘর্ষে রহিমা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরবাকর-দিঘিরপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রহিমা উপজেলার সুবিল ইউনিয়নের জয়পুর গ্রামের আবু ইউছুফের স্ত্রী।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে চরবাকর-দিঘিরপাড় সড়কে ইটবোঝাই একটি টাক্ট্ররের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রহিমার মৃত্যু হয়। এসময় আহত হন আরো দু’জন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘাতক টাক্ট্ররটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।