ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সিঁড়ি থেকে পড়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
যাত্রাবাড়ীতে সিঁড়ি থেকে পড়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সিঁড়ি থেকে পড়ে মনোয়ারা বেগম (৭৫) নামে প্রতিবন্ধী বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) বিকেল যাত্রাবাড়ীর কাজলা সনটেক এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ারা কিশোরগঞ্জের পাকুন্দী উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

তিনি যাত্রাবাড়ী কাজলা সনটেক এলাকায় তার এক আত্মীয়ের সঙ্গে থাকতেন।

মনোয়ারার ভাগনি জানাতুল নাইমা জানান, তার খালা একজন প্রতিবন্ধী। তিনি তাদের পরিবারের সঙ্গে থাকতেন। বিকেলে তিনি বাসার ছাদে কাপড় আনতে গেলে সিঁড়ি থেকে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খানা বাংলানিউজে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।