ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
সেনবাগে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) দিনগত রাত ১২টায় ইউনিয়নের খাজুরিয়া এলাকার সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন খাজুরিয়া দক্ষিণপাড়া ব্যাপারী বাড়ীর মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

তিনি জামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, আমির হোসেন মোটরসাইকেল চালিয়ে মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। পথে সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় তিনি স্কুলের দেয়ালে সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। মাহফিল থেকে ফেরা অন্য মুসল্লিরা তার মরদেহ উদ্ধার করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।