ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তান হাইকমিশনে চুরি, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
পাকিস্তান হাইকমিশনে চুরি, আটক ৬ আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় প্রায়ই বোতল কুড়াতেন সজল ওরফে কালু (২২)। গুলশানের পাকিস্তান হাইকমিশনের পেছনের দেয়াল সংলগ্ন এলাকায়ও নিয়মিত তার যাতায়াত ছিল। কিন্তু ওই হাইকমিশনের পেছনের দেয়ালের কিছু অংশ ভাঙা থাকায় কু-বুদ্ধি চাপে কালুর মাথায়।

দেয়ালের ভাঙা অংশ দিয়ে হাইকমিশনের একটি এসি দেখা যেতো। এরপর পরিকল্পনা অনুযায়ী কয়েকজনের যোগসাজসে এসিটি চুরি করেন কালু।

এসি সরাতেই দেখেন ফাঁকা অংশ দিয়ে হাইকমিশনের ভেতরে যাওয়া যায়। তখন ভবনের ভেতরে ঢুকে তিনটি সিপিইউ ও চারটি ইউপিএস চুরি করে নিয়ে যান তিনি।

এ ঘটনার পর গত ২৫ নভেম্বর গুলশান থানায় অভিযোগ করেন পাকিস্তান হাইকমিশন কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে নামে পুলিশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির মূলহোতা কালুসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি সিপিইউ, দু’টি ইউপিএস, একটি কম্পিউটার মনিটর ও চুরির কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়ি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মোস্তফা (৩৫), দুলাল মিয়া (৩৪), জাহাঙ্গীর আলম (৪৫), নিমাই বাবু (৪২) ও সেকুল ইসলাম (৩৫)।

বুধবার (২৮ নভেম্বর) গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।

তিনি বলেন, ২৫ নভেম্বর অভিযোগ পাওয়ার পর থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। এরপর সিসিটিভির ফুটেজে দেখা যায়, প্রথমে একটি এসি বের করে ভ্যানে করে নিয়ে যাচ্ছে এবং তিনটি সিপিইউ বের করে সিএনজিতে করে নিয়ে যাচ্ছে। পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা একজনের চেহারা শনাক্ত করতে পারি। তারপর সেই ছবিটি স্থানীয় সুইপারদের দেখালে তারা একে কালু বলে চিহ্নিত করেন। তখন কালুর বাসায় গিয়ে তাকে আটক করলে পুরো ঘটনা বেরিয়ে আসে।

তিনি আরও বলেন, কালু এলাকায় বোতল কুড়াতেন। পাকিস্তান হাইকমিশনের পেছনে বোতল কুড়াতে গিয়ে ভাঙা দেয়াল দেখে চুরির পরিকল্পনা করেন তিনি। পরে বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মোস্তফা ও দুলালের সহায়তায় প্রথমে এসিটি চুরি করেন। তারপর ভবনের ভেতরে গিয়ে সিপিইউ ও ইউপিএসগুলো চুরি করে পালিয়ে যান।

ডিসি মোস্তাক বলেন, তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে যেখানে জিনিসপত্রগুলো বিক্রি করেছে, সেখান থেকে সিপিইউ ও ইউপিসগুলো উদ্ধার করি। কিন্তু যার কাছে এসি বিক্রি করেছেন সেখানে গিয়ে এসিটি অক্ষত পাওয়া যায়নি। পরে এ ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ এলাকায় আমরা সবসময়ই সতর্ক থাকি। এ ঘটনার পর আমরা হাইকমিশনারকে দেয়াল ঠিক করতে এবং সিসিটিভি বাড়িয়ে নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।