ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষক নিহত

বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) বিকেলে ট্রাকের ধাক্কায় আহত হন তারা। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩) এবং একই উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫)। তাদের বাড়ি সরোসপুর গ্রামে।

 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির রাত ১১টায় বাংলানিউজকে বলেন, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষককে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই শিক্ষক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।  

শিক্ষকরা মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পঞ্চম শ্রেণির চলমান পিএসসি পরীক্ষার খাতা দেখে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।  

নিহতদের মরদেহ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্তের চেষ্টা কাজ করছে পুলিশ, যোগ করেন ওসি।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।