ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নবজাতকের খণ্ডিত মর‌দেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
খুলনায় নবজাতকের খণ্ডিত মর‌দেহ উদ্ধার

খুলনা: খুলনা মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের বড় মসজিদের পাশের ডাস্টবিন থেকে নবজাতকের (ছেলে) খণ্ডিত মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই মর‌দেহটি উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বাংলানিউজকে জানান, উদ্ধার করা নবজাতকের বাম পা-হাত ও কান কাটা ছিল।

বুকের বাম পাশে ক্ষত রয়েছে। মরদেহটি ময়না তদন্ত করা হবে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই টিপু সুলতান।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।