ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জাতিসংঘের সাধারণ বিতর্কে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম

ঢাকা: ফিলিস্তিনে আগ্রাসী অপরাধ করে পার পেয়ে যাওয়ার ঘৃণ্য সংস্কৃতি বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রেজুলেশনের উপর অনুষ্ঠিত সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এই আহ্বান জানান। 

শনিবার (১ ডিসেম্বর) জাতিসংঘের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে গত ৩০ নভেম্বর এই বিতর্ক অনুষ্ঠিত হয়।

এতে ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত অধিকার এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন জানানো হয়। এছাড়া ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘে গৃহীত রেজুলেশন, রোডম্যাপ ও আরব শান্তি পরিকল্পনার বাস্তবায়ন; চর্তুপক্ষীয় অর্থাৎ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া গৃহীত প্রচেষ্টাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানায় বাংলাদেশ।  

ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী উদ্বৃত করে উপ-স্থায়ী প্রতিনিধি বলেন, আমরা অবশ্যই শান্তির আশাকে ক্ষীণ হতে দিতে পারি না। আমি বিশ্বাস করি, কোনো বিলম্ব ছাড়াই আমরা শান্তি প্রক্রিয়া ফের শুরু করতে পারবো। আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করি যাতে ফিলিস্তিনি জনগণের একটি স্বাধীন স্বদেশভূমি প্রতিষ্ঠিত হয়। যেখানে তারা প্রতিবেশীদের পাশাপাশি শান্তি ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারে।  

ফিলিস্তিন প্রশ্নের সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশানের (ওআইসি) সভাপতি হিসেবে বাংলাদেশ সবসময়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে-জানান তিনি।

অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি ও অবিলম্বে অবৈধ বসতি স্থাপন বন্ধ, গাজা উপত্যকায় অবরোধ উঠিয়ে নেওয়া এবং সব ধরনের আগ্রাসন ও সহিংসতা বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে সাধারণ পরিষদকে আহ্বান জানায় উপ-স্থায়ী প্রতিনিধি।  

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের রিলিফ সংস্থার তহবিল আরও সমৃদ্ধ ও অবিলম্বে আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বানের কথাও উল্লেখ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।