ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৫ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৫ যাত্রীর জরিমানা

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৫ যাত্রীকে জরিমানা করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে চারটি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপারিয়েন্টেন শওকত জামীল মোহশীর নেতৃত্বে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রেস এবং দু’টি কমিউটার ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৯৫ যাত্রীর কাছ থেকে ১৯ হাজার ৭৯০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।  

এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।