ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
ধামরাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ধামরাই (ঢাকা): ঢাকার অদূরে ধামরাই উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী আমিন হোসনে ও তার শ্যালক সিফাত হোসেন । তাদের গ্রামের বাড়ি ধামরাইয় বালিয়া গ্রামে।

আহত অটোরিকশা চালকসহ আরও দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌহাট ইউনিয়নের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের চৌহাট আঞ্চলিক সড়কে একটি অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়।  

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।