ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার বিমানবন্দরে ৭০০ ইয়াবাসহ তরুণী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
কক্সবাজার বিমানবন্দরে ৭০০ ইয়াবাসহ তরুণী আটক আটক নাফিজা আকতার, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরে এক তরুণীর কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (০১ ডিসেম্বর) বিকেলে তাকে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ওই তরুণী পঞ্চগড়ের মিঠাছড়ি এলাকার রফিক মিয়ার মেয়ে নাফিজা আকতার (২১)।

কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, ওই তরুণী কক্সবাজার থেকে নভোএয়ারের বিকেল ৩টা ৫ মিনিটের ফ্লাইটে ঢাকা যাওয়ার কথা। কিন্তু তাকে দেখে সন্দেহ হচ্ছিলো বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের। পরে তাকে তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ তার কাছে ইয়াবা পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।