ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে বিকল্পধারার গোলাম রেজাকে প্রত্যাখ্যানের ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
শ্যামনগরে বিকল্পধারার গোলাম রেজাকে প্রত্যাখ্যানের ঘোষণা সাংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজাকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (০৩ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মণ্ডল।

লিখিত বক্তব্যে বলা হয়, সাবেক এমপি এইচএম গোলাম রেজা শ্যামনগরে আইলায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের টাকা নিজের লোকদের দিয়ে হাইকোর্টে রিট করে বন্ধ করে দেন। এছাড়া তিনি শ্যামনগর উপজেলাকে পৌরসভা ঘোষণার প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন।

এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধা গাজী আব্দুল বারেকের জমি দখলসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধিতা করার অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা সাবেক এমপি গোলাম রেজাকে মহাজোটের প্রার্থী না করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, জিএম ওসমান গনি, গাজী আব্দুল বারেক, আকবর হোসেন, নজরুল ইসলাম, মুজিবর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।