ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেতাগীতে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বেতাগীতে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

বরগুনা: বরগুনার বেতাগীতে ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়নায় পেঁচিয়ে চাঁদনী আক্তার নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদনী ওই উপজেলার ছোট মোকামিয়া গ্রামের আলম জোমাদ্দারের মেয়ে।

তিনি বেতাগী সরকারি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্রী।  

প্রত্যক্ষদর্শীরা  জানায়, কলেজ থেকে পরীক্ষা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন চাদনী। পথে বটতলা এলাকায় পৌঁছলে একটি অটোরিকশা তার গাঁ ঘেঁষে যাওয়ার সময় শরীরে থাকা ওড়নার এক অংশ চাকায় পেঁচিয়ে যায়। এতে ওড়নার বাকি অংশ গলায় ফাঁস লেগে ছিটকে পড়েন চাদনী। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।