ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে যুবককে গলা কেটে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
শাহজাদপুরে যুবককে গলা কেটে হত্যা 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমন শীল (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। সুমন উপজেলার বাঁশবাড়ীয়া নতুনপাড়া এলাকার মৃত নিমাই শীলের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও সুমন শীলসহ তার তিন ভাই বাড়ি থেকে কাজে বের হয়ে যান। সুমন ও আরেক ভাই খুকনী বাজারের সেলুনে কাজ করতেন।

বিকেলে সুমন একা একা বাড়ি ফিরছিলেন। পথে বাঁশবাড়ীয়া নতুনপাড়া জনশূন্য এলাকায় গলা কেটে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জনাতে পেরে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।