ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
ঝিনাইদহে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দিচ্ছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে তিন শতাধিক দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার (৫ ডিসেম্বর) সকালে জেলা কালেক্টরেট চত্বরে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথ।  

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বাংলানিউজকে জেলা প্রশাসক বলেন, শীতের তীব্রতা থেকে শহরের ভাসমান এবং ছিন্নমূল শিশু, নারী ও পুরুষদের রক্ষায় ব্যক্তিগত সহায়তায় তিন শতাধিক দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।