ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি বর্ণাঢ্য র‌্যালি, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ’ এ স্লোগানে বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) স্বাধীনতার বিজয় স্তম্ভে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলো অংশ নেয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।  

১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করেছিলো।

কোম্পানি কমান্ডার আব্দুল হাই সরকারের নেতৃত্বে ৩৩৫ জন মুক্তিযোদ্ধার একটি দল ৬ ডিসেম্বর বিকেল ৪টায় কুড়িগ্রাম শহরে প্রথম প্রবেশ করে। নতুন শহরস্থ ওভারহেড পানির ট্যাংকের ওপর স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শত্রু মুক্ত হয় কুড়িগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।