ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর জামায়াতের আমির ফারুক হোসেনকে নাশকতার মামলা গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্ববর) দুপুরে সদরের ইছাখাদা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন,  ২০১৫ সালে মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে পেট্রোল বোমায় পাঁচ শ্রমিক হত্যাসহ আটটি নাশকতার মামলার আসামি ফরুক।

তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে নাশকতার ষড়যন্ত্র চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদরের ইছাখাদা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।