ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছে ভিকারুননিসার ছাত্রীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছে ভিকারুননিসার ছাত্রীরা ভিকারুননিসার ছাত্রীদের আন্দোলন। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: অভিভাবকদের ডেকে অপমানের জের ধরে অরিত্রীর আত্মহননের ঘটনার পর অান্দোলনে থাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা অান্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকেলে অান্দোলনকারীদের পক্ষ থেকে অানুশকা ছাত্রীদের ক্লাসে ফেরার কথা জানান।

তিনি বলেন, কর্তৃপক্ষ অামাদের দাবি মেনে নেওয়ার অাশ্বাস দিয়েছে, অামরা শুক্রবার থেকে ক্লাসে ফিরবো।

এর আগে সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা বৈঠকে বসেন।  

পড়ুন>> ভিকারুননিসার সেই শ্রেণিশিক্ষক হেনা কারাগারে

এর অাগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহননের প্ররোচণার অভিযোগ পায়। অপর দুই শিক্ষক হলেন- প্রভাতী শাখার প্রধান জিন্নাত আখতার এবং প্রভাতী শাখার শ্রেণি শিক্ষক হাসনা হেনা।

শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে বুধবার রাতে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।  

গত ৩ ডিসেম্বর নিজ বাসায় অাত্মহত্যা করে অরিত্রী অধিকারী। এ ঘটনায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলে তার বাবা তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমঅাইএইচ/পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।