ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৪০ বেল পাটজাত পণ্যসহ ট্রাক উধাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
৪০ বেল পাটজাত পণ্যসহ ট্রাক উধাও ট্রাক চালক কামাল সিকদার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পাটকল থেকে ভারতে রফতানির জন্য রওনা হওয়া ৪০ বেল পাটজাত পণ্যসহ একটি ট্রাক উধাও হয়ে গেছে।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) খুলনা বাইপাস সড়কে ট্রাকটির দেখা মিললেও পণ্যসহ ট্রাকের চালক কামাল সিকদারের সন্ধান পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পাটকল থেকে ৪০ বেল পাটজাত পণ্য (তৈরি বস্তা) একটি ট্রাক করে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিলো।

ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২০-০১০৫। গত রোববার (০২ ডিসেম্বর) ট্রাকটি যশোরের বেনাপোল শুল্ক বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। এরপর তিনদিন পার হয়ে গেলেও পণ্যসহ চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।  

রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক সুশীল কুমার দাস বাংলানিউজকে বলেন, ট্রাকটি গন্তব্যস্থলে না পৌঁছালে আমরা চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তার মোবাইল বন্ধ পাওয়ায় বিষয়টি সৈয়দপুর থানায় জানানো হয়। পরে আমার কয়েকজন ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে জানতে পারি ওই নম্বরের ট্রাকটি খুলনা বাইপাস সড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

পাটকলটির পরিচালক সুশান্ত কুমার দাস বাংলানিউজকে বলেন, ট্রাকটির চালক কামাল সিকদার কিছু অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে ১৪ লাখ টাকা মূল্যের ওই পাটজাত পণ্য বিক্রি করে দেয় বলে অভিযোগ পেয়েছি। ওই ট্রাক চালকের বাড়ি পটুয়াখালী জেলার বাহালগাইছা গ্রামে। তার বাবার নাম সোবহান সিকদার।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিগগিরই চালককে আটক করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।