ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেএমপি কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
কেএমপি কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকাঃ আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে খুলনা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার মো: হুমায়ুন কবীরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুলিশ অতি দলবাজ কর্মকর্তা হিসেবে উল্লেখ যে তালিকা ইসিতে দেওয়া হয়েছে, সেখানে কেএমপি কমিশনারের নামও রয়েছে।

কমিশন সূত্র জানিয়েছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের 'ভূমিকা' নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন জমা পড়ে সম্প্রতি।

এ নিয়ে অসন্তোষ ছিল কমিশনে। অভিযোগের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। তার পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশন কেএমপি কমিশরাকে প্রত্যাহার সংক্রান্ত নথিতে অনুমোদন দেন।

এমন সিদ্ধান্তের ফলে তাকে সরিয়ে অন্য দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই নির্দেশনা দেবে বলে ইসি কর্মকর্তারা জানান। এর আগে কমিশন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এছাড়া দুইজন ওসিকেও প্রত্যাহার করেছে।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৮
ইইউডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।