ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় নিতাই দাস (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সঞ্জিত দাস (২৬) নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার নলকা সেতুর পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে। হতাহতরা সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর জুবলী বাগান মহল্লার বাসিন্দা।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আব্দুল হামিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেলযোগে হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন নিতাই ও সঞ্জিত। তারা
ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই নিতাই মারা যান। গুরুতর আহত অবস্থায় সঞ্জিতকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘন্টা, ৬ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।