ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জিয়া সাইবার ফোর্সের মহাসচিব আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
জিয়া সাইবার ফোর্সের মহাসচিব আটক

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে ‘জিয়া সাইবার ফোর্স’-এর মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করেছে র‌্যাব-৩।

শুক্রবার (০৭ ডিসেম্বর) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লে. কমান্ডার আশেকুর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন নজরদারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে হারুনকে আটক করা হয়েছে।

লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, জিয়া সাইবার ফোর্সের মহাসচিব কে এম হারুন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলেন।

তিনি আরো জানান, গত মে মাস থেকে জিয়া সাইবার ফোর্সের কর্মকাণ্ড আমাদের নজরে আসে। এরপর তাদের বেশ কয়েকজনকে বিভিন্ন সময় আটক করা হয়। সর্বশেষ মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করা হলো।

আটক হারুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।