ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২ দিনব্যাপী কবি সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
বগুড়ায় ২ দিনব্যাপী কবি সম্মেলন শুরু বগুড়ায় ২ দিনব্যাপী কবি সম্মেলনে অতিথিরা। ছবি: বাংলানিউজ

বগুড়া: ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন।

শুক্রবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক ইমরান চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী।

‘সংস্কৃতি জনগণের সম্পদ’ স্লোগানকে দীর্ঘ ৩০ বছর ধারণ করে বগুড়া লেখক চক্র এ সম্মেলন করে আসছে। কবি সম্মেলনে ৪০ জেলার প্রায় দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেন।

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কথাশিল্পী শিরীণ আখতার, কবি মাকিদ হায়দার, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।

বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির। উদ্বোধনী পর্বে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’র মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উডবার্ন মিলনায়তনে এসে শেষ হয়।

সম্মেলনের প্রথম দিনে কথা ও কবিতার দু’টি পর্বে সভাপতিত্ব করেন কবি আলমগীর রেজা চৌধুরী ও কবি খৈয়াম কাদের। কবি কামরুন নাহার কুহেলীর উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন জলিল আহমেদ, চৌধুরী বাবুল বড়ুয়া ও খালেদ উদ দীন। এরপর স্বরচিত কবিতা পাঠ পর্বে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত কবিরা অংশ নেন।

শুভেচ্ছা বক্তব্য পর্বে বিএফইউজের যুগ্ম মহাসচিব ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা জিএম সজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন, শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু।

এদিকে, দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে সেমিনার, শুভেচ্ছা বক্তব্য, কথা ও কবিতা এবং বগুড়া লেখক চক্র পুরস্কার দেওয়া।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এমবিএইচ/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।