ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‌‌‘জনগণের টাকার সঠিক ব্যবহার করবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
‌‌‘জনগণের টাকার সঠিক ব্যবহার করবো’ পরিচ্ছন্নকর্মীদের আইডি কার্ড দেখছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, যারা সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীর বেতন নিয়ে বাসায় ঘুমিয়ে থাকেন অথবা কোর্ট-টাই পড়ে অন্য কাজ করেন তাদের আমি বেতন দেবো না। জনগণের টাকায় সিটি করপোরেশন চলে, তাই জনগণের টাকার সঠিক ব্যবহার করবো। 

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে বিসিসির মাস্টার রোলের কর্মচারীদের নিয়ে সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

নগরের জগদীশ স্মারশত বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় মেয়র বলেন, বিভিন্ন মেয়রের সময় অধিকসংখ্যক কর্মচারীর বেতন দেয়া হয়েছে, যারা মূলত কাজ করে না।

তাদের সঠিক হিসাব বের করতেই এ সভার আয়োজন করা হয়েছে। এখান থেকে যাচাই-বাছাই করা হবে।  

একটি পরিচ্ছন্ন নগর ও দুর্নীতিমুক্ত নগরভবন গড়ে তোলা এবং নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে বিসিসি কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান।

অনুষ্ঠানে বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও বিসিসির সচিব ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বিসিসির ১ হাজার ৪৫৬ জন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মধ্যে প্রকৃত মজুরি ভিত্তিক কর্মচারীদের পরিচয়পত্র ও বকেয়া বেতন দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।