ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় হত্যা মামলার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে অন্তত ২০ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ও বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ আগস্ট উপজেলার হুসেইনপুর গ্রামের নিধান আলীর ছেলে হাঁস ব্যবসায়ী আব্দুল কাদিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পরদিন নিহত কাদির মিয়ার স্ত্রী হাফিজা খাতুন বাদী হয়ে একই গ্রামের শফিক মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গ্রেফতার হওয়ার ভয়ে আসামিরা পালিয়ে বেড়াতে থাকে। পরে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে এলে শুক্রবার এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়।  

এদের মধ্যে রাহেলা খাতুন, ছালেখা খাতুন, মর্জিনা বেগম, সুলতানা বেগম, আব্দুল লতিফ, নুরুন্নেছা, কামাল মিয়া, সফু মিয়া, আনজুমানাআরা বেগম, টেনু মিয়া, সাহেনা বেগম, রাসেল মিয়া, নূরউদ্দিন ও কুতুব উদ্দিনসহ ২০ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এমএমইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।